প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯
শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় উনকিলা গ্রামে আলহাজ্ব জালাল উদ্দীন পন্ডিত ট্রাস্ট কমপ্লেক্সে মৌলভী ছালামত উল্লাহ গণপাঠাগার ও গবেষণা কেন্দ্রে এই পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় ট্রাস্টের চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক পরিচালক মহসিন আলমের সভাপতিত্বে ও গণপাঠাগারের সেক্রেটারী আরিফ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুর-এর সহকারী প্রকৌশলী মো. তাহসিনুল হোসেন মুকুল, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণপাঠাগারের সভাপতি ও উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। তারপর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ও শিক্ষকদের পক্ষে বক্তব্যশেষে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আলোচনা পর্বশেষে ক ও খ গ্রুপে বিজয়ী ১ম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং দুটি গ্রুপে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জনকে পুরস্কার হিসেবে স্মারক ও বিভিন্ন হারে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ শাহরাস্তির প্রত্যন্ত গ্রামে স্মরণকালে এই প্রথম মৌলভী ছালামত উল্লাহ গণপাঠাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে রচনা প্রতিযোগিতার জন্যে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী আহসান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। এলজিইডির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলীর চাঁদপুরে আকস্মিক আগমন উপলক্ষে তিনি উপস্থিত থাকতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করেছেন। তবে তাঁর প্রতিনিধি হিসেবে সহকারী প্রকৌশলীকে পাঠিয়ে তাঁর প্রতিনিধিত্ব নিশ্চিত করেন।