প্রকাশ : ০২ মে ২০২৪, ১৮:১৫
চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রশিদের ইন্তেকাল

চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মোঃ আবদুর রশীদ খান (৭৯) আর বেঁচে নেই। তিনি ২ মে বৃহস্পতিবার দুপুর ২টায় জিটি উওর বিষ্ণুদী রোডস্থ নিজ বাসায় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডায়াবেটিকস ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
|আরো খবর
মরহুমের জানাজার নামাজ অদ্য রাত ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে চাঁদপুর শহরে এবং নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি জীবদ্দশায় কর্মজীবনে ভেন্ডার ব্যবসায় এবং ডেইরি খামার ও হোটেল রাশিদা সহ নানান ব্যবসায় জড়িয়ে ছিলেন। তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন নেতৃবৃন্দ ওই বাড়িতে অবস্থান নিতে দখা গেছে।
মোঃ আবদুর রশিদ খান মৃত্যু কালে স্ত্রী দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম মোঃ আবদুর রশীদ খান ১৯৯৫-২০০০ সালে চাঁদপুর পৌরসভার সাবেক ৫নং ওয়ার্ডের (বর্তমান ১৫নং ওয়ার্ড) কমিশনার ছিলেন। ওই সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।