বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪২

সদর উপজেলার বিধবা ও প্রতিবন্ধীরা পেলো ৭ কোটি ১২ লাখ টাকা অনুদান

সদর উপজেলার বিধবা ও প্রতিবন্ধীরা পেলো ৭ কোটি ১২ লাখ টাকা অনুদান
স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদরের ১ হাজার ৫৮৪ জন বিধবা ও প্রতিবন্ধী অনুদান পেলো ৭ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিইআই অবহিতকরণ কর্মশালা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত বিধবা ও প্রতিবন্ধীদের দারিদ্র্য দূরীকরণ স্থায়িত্বশীল উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে সিটিএম প্রকল্পের আওতায় এই অনুদান প্রদান করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। প্রকল্পটি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু আর্থিক অনুদানের মাধ্যমে সীমাবদ্ধ থেকে জীবনমান উন্নয়ন সম্ভব নয়। সুবিধাভোগী যারা আছেন তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে। তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে। তাহলে এই প্রকল্প বাস্তবায়ন সার্থক হবে।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ নূরে আলম দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকেয়া খাতুন, মোহাম্মদ নাজমুস শাহাদাত ফাহিম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আনিসুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও সুবিধাভোগী ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১ এপ্রিল ২০২৪ থেকে প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে রিক। প্রকল্পটি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) চাঁদপুর সদর উপজেলায় ১ হাজার ৫৮৪ জন ভাতাপ্রাপ্ত বিধবা ও প্রতিবন্ধীদের কার্যকরভাবে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং মনোবল অর্জনের জন্যে পাঁচ দিনের প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগগুলোকে সঠিকভাবে ব্যবহারের জন্যে সক্ষম করে তোলে। যে প্রশিক্ষণ তাদের আয় বর্ধন, অর্থনৈতিক ও সামাজিক সুযোগগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সদর উপজেলায় ১৫৮৪ জন বিধবা ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ শেষে প্রত্যেককে এককালীন অনুদান ৪৫ হাজার টাকা হিসেবে সর্বমোট ৭ কোটি ১২ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়