প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২
মতলবে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

মতলব দক্ষিণ উপজেলা সদর বাজার এলাকার এনএএম টাওয়ারের নিচ থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো : মতলব পৌরসভা এলাকার আলগী মুকুন্দী গ্রামের আহছান পাটোয়ারীর ছেলে সাগর (১৯), শীলমন্দী গ্রামের মনির হোসেন বেপারীর ছেলে মনসুর (১৮) ও পৈলপাড়া গ্রামের আবুল মিয়াজীর ছেলে রাকিব (১৯)। আটককৃত তিনজনের মধ্যে সাগরের দেহ তল্লাশি করে ধারালো একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়।
|আরো খবর
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মতলব বাজারের এনএএম টাওয়ারের সামনে দীর্ঘ সময় অবস্থান করার কারণে এবং তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে আটক করা হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত এবং অসৎ উদ্দেশ্যে তারা দীর্ঘসময় এখানে ওঁৎ পেতে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এনএএম টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয় এবং দেহ তল্লাশি করে একজনের সাথে একটি ছুরি পাওয়া যায়। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হচ্ছে।