বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

জলাবদ্ধ স্কুল সড়ক মশার প্রজনন ক্ষেত্র

প্রবীর চক্রবর্তী।।
জলাবদ্ধ  স্কুল সড়ক মশার প্রজনন ক্ষেত্র

একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কটি গত ৫ মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে। ইতঃমধ্যেই পানি পচে দুর্গন্ধ বের হচ্ছে, মশার প্রজনের নিকৃষ্ট আবাসস্থল হয়ে উঠেছে।। সেই দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়েই প্রতিদিন শত শত শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। স্কুল কর্তৃপক্ষ ইতঃপূর্বে এ সমস্যা সমাধানের জন্যে পৌর কর্তৃপক্ষকে চিঠি দিলেও অদ্যাবধি কোনো কিছুই হয়নি।

ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।

সরেজমিন গিয়ে দেখা যায়, স্কুল সড়কটির পুরো অংশজুড়েই ময়লা নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি। পানিতে মশার লার্ভা রয়েছে। মশা প্রজননের নিৎকৃষ্ট ক্ষেত্র হয়ে উঠেছে। এই বিদ্যালয়ের পাশেই রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)। যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও গুণগত মানোন্নয়নের জন্যে প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা প্রদান করে। ফলে পুরো উপজেলার শিক্ষকদেরও এই পথ মাড়িয়েই প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। কিন্তু চলতি বছরের এপ্রিল মাস থেকে সড়কটি পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

আরিফ, সাইফুল, আমেনাসহ অন্য স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, তারা এই নোংরা পানির ওপর দিয়ে বাধ্য হয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয়। আমাদের ভালো লাগে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, এই সড়কে বিগত সময়ে বর্ষার সময়ে পানি উঠলেও পাইপ দিয়ে ক'কদিনের মধ্যেই নেমে যেতো। কিন্তু স্থানীয় বাসিন্দা কিরণ রাস্তার একপাশ জুড়ে বালি ফেলায় পাইপটি চাপা পড়ে গেছে। এতে গত ৫ মাস ধরে স্কুলের একমাত্র রাস্তাটি নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে পরিপূর্ণ। তাছাড়া পাশ্ববর্তী হোটেলের পানিও এখানে জমা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের নিকট এই সমস্যা সমাধানের জন্যে আবেদন করা হলেও তারা এখনো পানি নিষ্কাশন ও রাস্তা উঁচু করণের কোনো পদক্ষেপ নেয় নি।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম জানান, আমরা পৌর কর্তৃপক্ষের নিকট বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তারা ব্যবস্থা নিবে বলেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা জানান, এই বিষয়টি আমরা শিক্ষা কমিটির সভায় উঠিয়েছি। আশা করছি দ্রুত এর সমাধান হবে।

পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান জানান, পৌর প্রশাসকের সাথে স্কুলের সড়কটির বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়