প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৩১
ফরিদগঞ্জে নিখোঁজ সেলিনা বেগমকে ফিরে পেতে স্বজনদের আকুতি

ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের সেলিনা বেগম নামে একজন মানসিক রোগী নিখোঁজ হয়েছে। ২৮ অক্টোবর শনিবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় নিজ বসত ঘর থেকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান তিনি, পরে আত্মীয়-স্বজনসহ সমস্ত স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি বলে জানান পরিবারের সদস্যগণ। নিখোঁজ সেলিনা বেগম খাজুরিয়া বাজারের পূর্ব মাথার চা দোকানদার মনির হোসেনের স্ত্রী নিখোঁজের সময় ওনার পরনে ছিল একটি কালো রঙ্গের বোরকা, হাতে একটি শপিং ব্যাগ ছিল, গায়ের রং ফর্সা,তিনি খাটো করে।
|আরো খবর
যদি কোন সহৃদয়বান ব্যক্তি দেখে এবং পেয়ে থাকেন অনুগ্রহ করে যোগাযোগ করুন : মোঃ শরিফ হোসেন মোবাইল নাম্বার 01856544563 / অথবা খাজুরিয়া বাজারের পূর্ব মাথায় মনির হোসেন চা দোকানে যোগাযোগ করুন। নিখোঁজের ঘটনায় ২৮ অক্টোবর রাতে ফরিদগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। জিডি নং ২০৭০।