শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২০:০৩

মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদদাতা
মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

৭১ বছর বয়সী সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার এর মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি এই সাংবাদিক। পরদিন শুক্রবার বিকেলে কলাগাছিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নৌপুলিশ মরদেহ উদ্ধার করে।

রমনা থানার উপকমিশনার মাসুদ আলম জানান, বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করে। এরপর শুক্রবার নৌপুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন।

নৌপুলিশের ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ নৌপুলিশ স্টেশনে নেওয়া হয়। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

বিভুরঞ্জন সরকারের শেষ প্রকাশিত কলামে তিনি পারিবারিক ও ব্যক্তিগত সংকটের কথা তুলে ধরেছিলেন। কলামে উল্লেখ করেছেন শারীরিক অসুস্থতা, পরিবারের আর্থিক সমস্যা এবং পেশাগত হতাশার কথা। লেখার শেষে তিনি উল্লেখ করেছিলেন, এটি হতে পারে তার জীবনের শেষ লেখা।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা কিনা তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়