শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ২০:১৪

উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র জিল্লুর রহমান জুয়েল

গোলাম মোস্তফা
উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র জিল্লুর রহমান  জুয়েল
উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছেন মেয়র জিল্লুর রহমান জুয়েল।

চাঁদপুর পৌরসভার নতুনবাজার এলাকায় চলমান ১ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি গতকাল দুপুরে চাঁদপুর শহরের নতুন বাজারের কাঁচাবাজারের কয়েকটি সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক প্রশস্তকরণ, সংস্কার কাজ, নতুনবাজারের বিজলী সড়ক রাস্তা, নতুনবাজার এলাকার বিজলী সড়কসহ বাজারের ভেতরে ব্যবসায়ীদের জন্যে গোসলখানা ও টয়লেটসহ বাজারের বেশকিছু উন্নয়নমূলক কাজ করছে চাঁদপুর পৌরসভা।

পৌরসভার অর্থায়নে ঠিকাদারের মাধ্যমে উন্নয়ন কাজগুলো করা হচ্ছে। এই উন্নয়ন কাজগুলো দেখতে সশরীরে মেয়র জিল্লুর রহমান জুয়েল গতকাল দুপুরে নতুনবাজার এলাকায় যান। এ সময় উল্লেখিত উন্নয়নমুলক কাজগুলো করার জন্যে মেয়র জিল্লুর রহমান জুয়েলকে বাজারের ব্যবসায়ীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় নতুনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এরপর মেয়র জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর শহরের জোড় পুকুরপাড় এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়