শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ২১:০৪

মতলব উত্তরে বিনামূল্যে সার বীজ ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

বাংলাদেশ মানেই মাটি ও মানুষের বাংলা : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

মাহবুব আলম লাভলু
বাংলাদেশ মানেই মাটি ও মানুষের বাংলা : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, কৃষক হলো বাংলাদেশের প্রাণ। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা সরকার। পলিমাটি সমৃদ্ধ বাংলার মাঠে ময়দানে যে বিশাল সবুজের সমারোহ দেখা যায় তার প্রায় সবই কৃষিজাত দ্রব্য। আর সারাক্ষণ হাড়ভাঙ্গা খাঁটুনি দিয়ে যেসব মানুষ বিপুল ফসল উৎপাদন করে তারাই কৃষক নামে পরিচিত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ মানেই মাটি ও মানুষের বাংলা। ২৯ এপ্রিল শুক্রবার মতলব উত্তর উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত ২১-২২ অর্থ বছরের খরিপ-১/২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বৈদেশিক মুদ্রা অর্জন ও শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ সহজলভ্য রাখতে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি খাতের উন্নয়নে সরকারের আন্তরিকতা প্রশংসার দাবিদার। ১০ টাকায় কৃষকদের জন্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক বিতরণ, ভিজিএফ কার্ড বিতরণ, কৃষি গবেষণা ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি, সর্বোপরি কৃষিতে ভর্তুকি প্রদান ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্ত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্ত

ব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাংবাদিক জাকির হোসেন বাদশা প্রমুখ।

এর আগে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, উপজেলার ৩ হাজার দুইশ’ জনকে ২০ কেজি ডিএমপি সার, ১০ কেজি করে এমওপি সার এবং ৫ কেজি করে আইস ধানের বীজ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়