সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ১৮:৫৭

বর্ষবরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশ

বর্ষবরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশ
অনলাইন ডেস্ক

পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।

মঙ্গল শোভাযাত্রা শেষে লোকজ মেলা পরিদর্শন ও বর্ষবরণ অনুষ্ঠানে পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষে বাঙালির অসাম্প্রদায়িক দিকটা ফুটে ওঠে। বাংলাদেশ, ভারত ও প্রবাসী বাঙালির মধ্যে প্রাণ-সঞ্চারিত হয়। বেশ কিছু নতুন বিষয় সংযুক্ত হয় পয়লা বৈশাখকে ঘিরে। বাঙালির এই উৎসব অসাধারণ বৈশিষ্ট্যময়। বাংলা নববর্ষের এ ঐতিহ্য মাটি ও মানুষের সঙ্গে সরাসরি জড়িত; এখানে কোনো জাতিভেদ ও ধর্মভেদ নেই। শহর-গ্রামে তরুণ-তরুণী, যুবক-যুবতীসহ আবাল-বৃদ্ধ-বনিতা এই উৎসবে মেতে ওঠেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর’সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়