প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৬:১৪
চাঁদপুর জেলা পুলিশের গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা

চাঁদপুর জেলার হাইমচর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন সুমন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করায় চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়েছে।
হাইমচর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকাকালীন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমন গত ১৫/০৫/২০৫ খ্রি. তারিখ হতে 'Acute Myeloid Leukaemia' আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার
(৩১ অক্টোবর ২০২৫) অনুমান সকাল ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। তার নিজ বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়।







