রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ১৮:২২

মতলবে কলাদী সড়কের বেহাল অবস্থা

মতলবে কলাদী সড়কের বেহাল অবস্থা
রেদওয়ান আহমেদ জাকির

মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের মধ্য কলাদী এলাকার হরিসভা হইতে পূর্ব কলাদী রাস্তার মাঝে মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের বাড়ীর সংযোগ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সব সময় এ রাস্তাটি পানি জমে থাকে। ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলের অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে।

আজ ৩ মার্চ সরজমিনে দেখা যায়, রাস্তাটি ময়লা পানিতে ডুবে আছে। তার মধ্যে ইট দিয়ে এলাকাবাসী চলাচল করছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে রাস্তার দু’পাশের বাড়ীর পানি সরানো যাচ্ছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা হলে আমিসহ এলাকাবাসী উপকৃত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়