শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৯

পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালুকরণ

স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালুকরণ

চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী কল্যাণ হেল্প ডেক্স চালু করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ সুপার নির্দেশে দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদান রাখা চাঁদপুর জেলার প্রবাসীদের জন্য এ বিশেষ সেবা চালু করেছে জেলা পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) জানান প্রবাসীদের যে কোনো ধরণের আইনি সহায়তা প্রদানের জন্য চাঁদপুর জেলায় প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালু করা হলো। সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় অফিসারও পদায়ন করা হয়েছে। ২৪ ঘন্টা বিরতিহীন সেবা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের জন্য ১টি হটলাইন (০১৩২০-১১৫৯৭০) নম্বর দেয়া হলো। চাঁদপুরের যে কোন প্রবাসী যে কোনো সময় নিজের অথবা নিজের পরিবারের যে কোনো সেবার জন্যে এই নম্বরে কল দিয়ে পুলিশিং সেবা নিতে পারবেন। এই হটলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ ও ভাইবার অ্যাপ সমূহও রয়েছে বলে পুলিশ সুপার জানান। তিনি আরও জানান চাঁদপুর জেলা পুলিশ চাঁদপুরবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়