শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ১৯:০৮

চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

হাছান খান মিসু
চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার। অফিসার ও ফোর্সের সমন্বয়ে প্যারেডের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম।

অভিবাদন শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷ পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। সাপ্তাহিক মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়