রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:৫৯

২৩ আগস্ট জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাক বাছাই

চাঁদপুর স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে উন্মুক্ত বাছাই কার্যক্রম

ক্রীড়া প্রতিবেদক
চাঁদপুর স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে উন্মুক্ত বাছাই কার্যক্রম

আগামী ২৩ আগস্ট ২০২৫ (শনিবার) সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাক বাছাই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্ট কমিটি কতৃর্ক আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬-এর জন্য চাঁদপুর জেলার বয়সভিত্তিক দল গঠনের লক্ষ্যে খেলোয়াড়দের এ প্রাক বাছাইয়ের আয়োজন করা হয়েছে।

বাছাই কার্যক্রম পরিচালনা করবেন বিভাগীয় ক্রিকেট কোচ মমিনুল হকনাজিমুদ্দিন। সহযোগিতায় থাকবেন চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ শামীম ফারুকী

অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়সী ক্রিকেটারদের বাছাই কার্যক্রমে অংশ নিতে হলে অনলাইন জন্মনিবন্ধনের মূল কপি ও ফটোকপি, পিইসি, জেএসসি, এসএসসি ও সমমান পরীক্ষার সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি ও ফটোকপি সাথে আনতে হবে।

এছাড়া, দুই কপি স্ট্যাম্প সাইজ ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে।

উন্মুক্ত বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক জন্মসূত্রে চাঁদপুর জেলার অধিবাসী খেলোয়াড়দের প্রয়োজনীয় কাগজপত্রসহ চাঁদপুর জেলা ও চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ শামিম ফারুকীর সাথে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, যেসব খেলোয়াড় পূর্ববর্তী বছর মেডিকেলে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ যাদের মেডিকেল কার্ড করা আছে, সেসব খেলোয়াড়কেও উক্ত বাছাই কার্যক্রমের দিন মাঠে উপস্থিত থাকতে হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়