প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:২১
পুরাণবাজার লোহারপুল থেকে হরিণা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও কাস্তে মার্কার সমর্থনে কমিউনিস্ট পার্টির পথসভা

ছবি ক্যাপশন: চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুল থেকে হরিণা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও কাস্তে মার্কার সমর্থনে কমিউনিস্ট পার্টির পথসভায় বক্তব্য রাখছেন সদর আসনের প্রার্থী জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুল থেকে হরিণা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে চাঁদপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও কাস্তে মার্কার সমর্থনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র পথসভা অনুষ্ঠিত হয় শনিবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে।
|আরো খবর
এদিন দোকানঘর এলাকার শতাধিক স্থানীয় লোকজন রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. রফিক পাটওয়ারী। এরপর চান্দ্রা চৌরাস্তা ও চান্দ্রা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা সাধারণ সম্পাদক ও কাস্তে মার্কার সংসদ সদস্য প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী, শহর সম্পাদক রনজিত সরকার, যুব ইউনিয়নের জেলা অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস ও যুবনেতা মনির হোসেন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হবার পর যেসব দল ক্ষমতায় গেছে তারা শোষণযন্ত্র টিকিয়ে রেখে জনগণকে সর্বস্বান্ত করেছে। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি। কোটি কোটি বেকার যুবকের কোনো বন্দোবস্ত হয়নি। মানুষ এদেরকে ভোট দিয়ে বার বার প্রতারিত হয়েছে। মানুষ বুঝে গিয়েছে বুর্জোয়া দলগুলোর প্রতারণা ও দুর্নীতি। মানুষ এসব দলকে বিশ্বাস করছে না, আস্থা হারাচ্ছে। এবার কমিউনিস্ট পার্টির প্রার্থীকে কাস্তে মার্কায় ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা একমাত্র কর্তব্য হওয়া উচিত।
বক্তারা আরও বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে লোহারপুল থেকে হরিণার রাস্তা সংস্কারবিহীন রয়েছে, তাই মানুষের দুর্ভোগ চরমে। রাস্তা মেরামতের জন্যে এলাকাবাসী পূর্বেও সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছে, তারপরও টনক নড়েনি। আগামী ২৮ নভেম্বর দোকানঘরের সড়ক অবরোধ করা হবে স্থানীয় লোকজন নিয়ে। আর এদিকে গ্রামীণ কমিউনিটি ক্লিনিকগুলোর চিকিৎসার মান নেই। ভবন আছে কিন্তু ডাক্তার, নার্স নেই, তাই চিকিৎসা নেই। অবিলম্বে এসব ক্লিনিকে চিকিৎসার মান উন্নত করতে হবে। কৃষি এলাকায় বীজ, সার, পানি সেচের সুব্যবস্থা করতে হবে। এসব বাস্তবায়ন বুর্জোয়া সরকারগুলো করবে না। সে কারণে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে কমিউনিস্ট পার্টির প্রার্থী কাস্তে মার্কায় ভোট দিতে হবে।
ডিসিকে / এমজেডএইচ








