সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২১:৪৭

সাংস্কৃতিক সংগঠক হুমায়ুন কবির বেপারী ‘জাতীয় সংগঠক’ সম্মাননায় ভূষিত

স্টাফ রিপোর্টার
সাংস্কৃতিক সংগঠক হুমায়ুন কবির বেপারী ‘জাতীয় সংগঠক’ সম্মাননায় ভূষিত
ঢাকার সেগুনবাগিচার কচি কাঁচা মিলনায়তনে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগঠক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হুমায়ুন কবির বেপারীকে সম্মাননা প্রদান করছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকমল বড়ুয়া ও বিচারপতি জয়নাল আবদীন।

জাতীয়তাবাদী আদর্শের প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হুমায়ুন কবির বেপারীকে ‘জাতীয় সংগঠক’ হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মেলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া এবং বিচারপতি জয়নাল আবেদীন। তাঁরা যৌথভাবে হুমায়ুন কবির বেপারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা প্রদানকালে বক্তারা দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে হুমায়ুন কবির বেপারীর নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া বলেন, জাতীয়তাবাদের চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সংস্কৃতির মাধ্যমে যে উদ্যোগ বেপারী সাহেব নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

বিচারপতি জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সাংস্কৃতিক কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মাননা গ্রহণ করে হুমায়ুন কবির বেপারী এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও উদ্দীপনা নিয়ে কাজ করতে অনুপ্রেরণা দেবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল দেশের সংকটময় মুহূর্তে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়