প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২২:৪২
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময় সভা
দলের সবাইকে মানুষের মনে জায়গা করে নিতে হবে : কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল ১১টার সময় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে 'তৃণমূলের আগামীর রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক' এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
তিনি বলেন, আমাদেরকে দলের তিনটি বিষয়ে খেয়াল রাখতে হবে। নিজেদের নিয়ন্ত্রণে রাখা, দলের প্রতি আনুগত্য থাকা ও বিএনপিকে মানুষ যাতে বিশ্বাস করে, সে লক্ষ্যে কাজ করা। আমি বিশ্বাস করি, ভালোভাবে এই তিনটি কাজ আমরা যদি নেতাকর্মীরা করতে পারি, মানুষ আমাদেরকে, তারেক রহমানকে যেভাবে গ্রহণ করেছে, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে মানুষের ভোট নিয়ে মানুষের সেবা করার সুযোগ পাবো। তাই দলের সবাইকে মানুষের মনে জায়গা করে নিতে হবে।
রাজিব আহসান আরো বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন-সংগ্রাম করেছি, আন্দোলন করেছি একটি ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে। এই ১৭ বছরে আমাদের কোনো বদনাম ছিলো না। কিন্তু সম্প্রতি আমাদের আচরণ, অপরাধ প্রবণতা নিজেকে ও দলকে প্রশ্নবিদ্ধ করছে। গত ১ বছরে আমি দুবার চাঁদপুর এসেছি। প্রতিবারই আপনাদেরকে সুশৃঙ্খল করতে কথা বলেছি। আপনারা তারেক রহমানের নির্দেশ পালন করুন। দেশকে বাঁচাতে হবে, দলকে বাঁচাতে হবে, দলের ভাবভূর্তি নষ্ট হলে কাউকেই ছাড় দেয়া হবে না। কিছু কিছু কুচক্রি মহল বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে, এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, যদি বেগম খালেদা জিয়া আর তারেক রহমান দলের সাথে বেঈমানি করতেন, তাহলে তাদের জীবনে এতো কষ্ট সহ্য করতে হতো না। আমরা গর্বিত আমরা আপসহীন নেতৃত্বের দল করি। সামনে নির্বাচন, মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। কোনো অবস্থায় নিজের ও দলের বদনাম করা যাবে না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, হাসান বিন সফিক সোহাগ, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, সহ-সাধারণ সম্পাদক এম জেড আই জহির, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মুজিবুর রহমান ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এমআর গনি মোস্তফা।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝির সভাপতিত্বে এবং সদস্য সচিব শামছুল আরেফিন খান ও যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্যের যৌথ পরিচালনায়
সভায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।