শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৮:১৯

চট্টগ্রামের পটিয়ায় রণক্ষেত্র!

বৈষম্যবিরোধী আন্দোলন-পুলিশ সংঘর্ষে আহত ১০, উত্তপ্ত পরিস্থিতি

বিশেষ প্রতিনিধি : মো. জাকির হোসেন
চট্টগ্রামের পটিয়ায় রণক্ষেত্র!
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া থানার সামনে মঙ্গলবার রাত ৯:৩০ থেকে শুরু হওয়া সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের এবং পুলিশের মধ্যে তীব্র লড়াই হয়। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে, যার মধ্যে কয়েকজন আন্দোলনকারী এবং পুলিশ সদস্যও আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা শহীদ মিনারের সামনে এক প্রতিবাদ সভা করছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন তাদের সভা বন্ধ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রথমে তর্কাতর্কি এবং পরে প্রতিবাদকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ, যা থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

পুলিশ বলছে, আন্দোলনকারীরা থানার ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল এবং তারা পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলেছিল। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগ করতে বাধ্য হয় পুলিশ।

সংঘর্ষে আহতদের মধ্যে আন্দোলনকারী ৬ জন এবং পুলিশ ৪ জন সদস্য রয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, "আমাদের কর্মীদের ওপর পুলিশ অকারণে লাঠিপেটা করেছে। এতে অনেকেই আহত হয়েছেন।"

অন্যদিকে পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর বলেন, "আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা করেছিল। আমরা আত্মরক্ষার্থে ব্যবস্থা নিয়েছি।"

বহু বিশ্লেষকের মতে, এই সংঘর্ষের ঘটনা চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে কাজ শুরু হয়েছে। তবে এ ধরনের সংঘর্ষ বন্ধে প্রশাসনের সাথে আন্দোলনকারীদের সংলাপ এখন সময়ের দাবি

পর্যবেক্ষকরা বলছেন, পুলিশের কার্যক্রম এবং আন্দোলনকারীদের অধিকার—এই দুইয়ের মধ্যে সুষ্ঠু সমন্বয় না হলে অদূর ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে

এই ঘটনাকে কেন্দ্র করে পটিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে, বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়