প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২১:৫৫
মতলবে বিএনপির ইফতার মাহফিল
আগামীর রাজনীতি হবে সাম্য এবং ভ্রাতৃত্বের
......বিএনপি নেতা তানভীর হুদা

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, আগামীর রাজনীতি হবে সাম্য এবং ভ্রাতৃত্বের। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ায় বিএনপির রাজনীতিতে আগামীতে কোনো বলয় থাকবে না। আর বলয় থাকলে একটাই বলয় থাকবে সেটি তারেক রহমানের। সেটি হবে ৩১ দফার। এর বাইরে কেউ বলয় বা গ্রুপ সৃষ্টি করতে চাইলে তারা রাজনীতিতে টিকতে পারবে না। এজন্যে যারা বিএনপির রাজনীতি করবেন তাদেরকে আগামী দিনে মানবিক মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
|আরো খবর
মতলব উত্তর উপজেলায় সোমবার (১০ মার্চ ২০২৫) বিকেলে দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সব বিষয় ও পেছনের ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে এক কাতারে আসতে সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাছ আলী প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছাত্র নেতা সারোয়ার আলম আবির প্রমুখ।
অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন দুর্গাপুর বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের ইসলাম। মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি রোবেল প্রধান।