সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৯:৫৫

নেতা-কর্মীদের মাঝে প্রাণের সঞ্চার

শাহরাস্তি উপজেলা বিএনপির গ্রুপিংয়ের অবসান হতে পারে আজ

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি উপজেলা বিএনপির গ্রুপিংয়ের অবসান হতে পারে আজ

দীর্ঘদিনের রাজনৈতিক গ্রুপিংয়ের অবসানের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শাহরাস্তি উপজেলা বিএনপি পরিবার। হাজারো নেতা-কর্মীর স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে আজ। সাধারণ নেতা-কর্মীদের মাঝে এ নিয়ে আগ্রহের কমতি নেই। এমন একটি দিনের বুকভরা আশা নিয়ে অপেক্ষা করে আসছিলো শাহরাস্তি উপজেলা বিএনপির হাজারো নেতা-কর্মী। শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের মাঝেও রয়েছে ব্যাপক আগ্রহ-উদ্দীপনা। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকে শাহরাস্তি উপজেলা বিএনপির মধ্যে গ্রুপিংয়ের সৃষ্টি হয়। যদিও অনেকের মতে এটি ছিলো রাজনৈতিক প্রতিযোগিতা। তারপরও এক কাতারে বসে দলীয় কর্মসূচি পালন করতে দেখা যায়নি। প্রথমত দুভাগে পরবর্তীতে তিন ধারায় বিভক্ত হতে দেখা গেছে নেতা-কর্মীদের। এ নিয়ে পারস্পরিক অভিযোগেরও কমতি ছিলো না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছেন নেতা-কর্মীরা। এ নিয়ে আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬) অভিমানী নেতা-কর্মীরা একমঞ্চে বসার কথা রয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান পাটোয়ারীর মধ্যস্থতায় সকল নেতার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল ইঞ্জিনিয়ার মমিনুল হকের এ বৈঠকে উপস্থিত থাকবেন বলে একাধিক নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন। চাঁদপুর -৫ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক নিজে সাংবাদিকদের এ বৈঠকে উপস্থিত থাকার জন্যে দাওয়াত করেছেন। এ বৈঠকে স্থানীয় সকল নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া জেগেছে। সাধারণ নেতা-কর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে।

বিএনপি নেতা মনির হোসেন মিন্টু বলেন, আমি ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই। এটা আমার অনেক দিনের স্বপ্ন। শুধু আমার নয়, এটা আমাদের হাজার হাজার নেতা-কর্মীর স্বপ্ন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এক থাকতে হবে। আমি এই দিনটির জন্যে বহুদিন যাবৎ অপেক্ষা করছি।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার জানান, আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আজকের পর সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ শুরু করবো। এমন একটি দিনের জন্যে অপেক্ষার প্রহর গুণছে হাজারো নেতা-কর্মী। আশা করি তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আজকের সভা নিয়ে উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া জেগেছে। যারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে এই দিনটির জন্যে অপেক্ষায় রয়েছেন তাদের প্রত্যাশা পূরণ হতে চলেছে।

সাধারণ নেতা-কর্মীদের দাবি, শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, সবসময়ই বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। আগামীদিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়