প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০০:৩৬
সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের ধাক্কায় হেলপার নিহত
ইমাদ পরিবহনের হেলপার শরীয়ত উল্লাহ ঘটনাস্থলেই প্রাণ হারান

ছবি: স্থানীয় সাংবাদিকদের তোলা
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের চালিতাপাড়া কবরস্থানের সম্মুখে আজ রোববার (৫ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে দুই বাসের সংঘর্ষে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
|আরো খবর
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে থেমে থাকা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনে এসে গতি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ইমাদ পরিবহনের আরেকটি বাস। এতে ইমাদ পরিবহনের হেলপার শরীয়ত উল্লাহ (৩২) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত শরীয়ত উল্লাহ পিরোজপুর জেলার গাজীপুরের হরিনাগ্রাম এলাকার বাসিন্দা জামাল হোসেনের পুত্র বলে জানা গেছে।
দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শরীয়ত উল্লাহর মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-মাওয়া মহাসড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালকের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
ডিসিকে/এমজেডএইচ