মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৬ মে ২০২৫, ১০:৫৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

আব্দুল মান্নান সিদ্দিকী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আল মদিনা মসজিদ সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সোমবার (৫ মে) ভোরে একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে ভোর ৫টা ৫১ মিনিটে। ঢাকা মুখী একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ট ২০-৭৫৮৮) এবং শ্রীনগর অভিমুখী একটি পিকআপ ভ্যান (নম্বর: ঢাকা মেট্রো-ন ১৭-৪৮৯৬) বিপরীত দিক থেকে আসার সময় আল মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপে থাকা যাত্রী মো. আমজাদ হোসেন (৪১) গুরুতর আহত হন। তিনি শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

দুর্ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনে খবর পৌঁছালে, একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পরপরই দ্রুত রওনা হই। ঘটনাস্থলে পৌঁছে দেখি পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং যাত্রী আটকে আছে। আমাদের উদ্ধারকর্মীরা কেটে তাকে বের করে হাসপাতালে পাঠায়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে কুয়াশা ও মেঘলা আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম ছিল। একইসঙ্গে যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলছিল, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

দুর্ঘটনার পরে হাইওয়ে পুলিশ ট্রাক ও পিকআপ দুটি জব্দ করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়েতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর নয়, ফলে এ রকম দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দ্রুতগতির যানবাহনের লাগাম টানতে প্রশাসনের কার্যকর উদ্যোগ চেয়েছেন তারা।

আহত আমজাদ হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়