শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২১:২৩

শনিবারের বিজয় র‍্যালি সফল করতে শাহরাস্তি উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

শাহরাস্তি ব্যুরো
শনিবারের বিজয় র‍্যালি সফল করতে শাহরাস্তি উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির শনিবার (৯ আগস্ট ২০২৫)-এর বিজয় র‍্যালি সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঠাকুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিয়াজী, মোশাররফ হোসেন টুটুল, বিল্লাল হোসেন খোকন, শামছুল আলম, এহতেশামুল হক সজীব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, ছাত্রনেতা শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল প্রমুখ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী জানান, শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গায় গিয়ে শেষ হবে। তিনি জানান, প্রায় ১০ হাজার নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি ঘটানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ভার্চুয়ালি বক্তব্য দেয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়