শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৮:২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট বিভাগের ব্যবস্থাপক সম্মেলন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট বিভাগের ব্যবস্থাপক সম্মেলন
পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার।

পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট বিভাগের আওতাধীন শাখাসমূহের ২০২৪-২৫ অর্থ বছরের পারফরম্যান্স মূল্যায়ন এবং ২০২৫-২৬ অর্থ বছরের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শনিবার (৯ আগস্ট ২০২৫) 'ব্যবস্থাপক সম্মেলন-২০২৫' অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু এবং মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন।

অনুষ্ঠানে শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের সিলেট বিভাগের মনিটরিং কর্মকর্তা এ. এস. এম. নাহীদ আলীম, বোর্ড সচিব মুহাম্মদ আলী, জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত, সিলেট বিভাগের সকল শাখা ব্যবস্থাপক এবং ২০২৩-২৪ অর্থ বছরে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনে শাখাসমূহের কার্যক্রম পর্যালোচনা, মতবিনিময় এবং করণীয় নির্ধারণের পাশাপাশি অংশগ্রহণকারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সম্মানিত অতিথিবৃন্দ। ব্যবস্থাপনা পর্যায়ের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি মতবিনিময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়