রবিবার, ১৮ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ মে ২০২৫, ২১:১১

মতিঝিলে তিনতলা ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

বিশেষ প্রতিবেদক: মো.জাকির হোসেন
মতিঝিলে তিনতলা ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
ছবি : প্রতীকী

মতিঝিলে তিনতলা ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত একটি তিনতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

সন্ধ্যার শহরে আতঙ্ক

শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তর অগ্নিকাণ্ডের খবর পায়। মাত্র ১১ মিনিটের মধ্যে, অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট। পরবর্তীতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা), আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

ক্ষয়ক্ষতির আশঙ্কা, হতাহতের তথ্য মেলেনি

ঘটনাস্থলে কর্তব্যরত এক ফায়ার সার্ভিস কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“ভবনটিতে অফিস ও গুদামজাত সামগ্রী থাকায় দাহ্য বস্তু বেশি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে।”

এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনে কেউ আটকে পড়েছেন কি না—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের উদ্ধার দল ভবনের ভেতরে প্রবেশ করে খুঁজে দেখছে কেউ আটকে আছে কি না।

প্রাথমিক তদন্তে রহস্য

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে, ভবনটির দ্বিতীয় তলায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

“হঠাৎ দেখি ধোঁয়া বের হচ্ছে। তারপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সবাই দৌড়ে পালায়।” – প্রত্যক্ষদর্শী পথচারী

প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ঘাটতির অভিযোগ

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভবনটিতে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক সংযোগে সমস্যা ছিল। অনেক সময়েই তারা ভবন মালিককে জানিয়েছিলেন নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

“এখানে অগ্নিনির্বাপক যন্ত্রও নেই। কোনোক্রমে আমাদের জীবন নিয়ে পালাতে পেরেছি।” – দোকান মালিক

পুলিশ ও সিটি করপোরেশনের নজরদারি প্রয়োজন

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বানিজ্যিক ভবনগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থার বড় ধরণের ঘাটতি রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পুলিশ প্রশাসনের উচিত নিয়মিত তদারকি বৃদ্ধি করা এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়া।

ভবিষ্যতের জন্য শিক্ষা

মতিঝিলের এই অগ্নিকাণ্ড আবারও প্রমাণ করলো যে, বাণিজ্যিক ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে শুধু সম্পদের ক্ষতি নয়, মানুষের জীবন হুমকির মুখে পড়ে।

DCK/MZH
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়