বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন

ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন বিএনপি

......................…..... মীর সরফত আলী সপু

আব্দুল মান্নান সিদ্দিকী
ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন বিএনপি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু মন্তব্য করেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "নির্বাচন ঘনিয়ে এসেছে। তাই আমরা বিএনপি নেতাকর্মীরা সর্বস্তরে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাচ্ছি।"

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় শ্রীনগরের বালাসুর এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মীর সরফত আলী সপু আরও বলেন, "আমাদের নেত্রীর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে। তারপরও আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।"

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা; জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা; জেলার নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ; বিএনপি নেতা টুটুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়