শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৭:৫৮

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্যের সন্ধানে বন থেকে লোকালয়ে ছুটে আসা একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একটি খামার বাড়ি থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

সজল দেব জানান, স্থানীয়রা লোকালয়ে লজ্জাবতী বানরটি দেখে বনমানুষ মনে করে আটকে রেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে তিনি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়কে নিয়ে ওই এলাকায় গিয়ে নিশ্চিত করেন এটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর (Slow Loris)।

পরে লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।

সজল দেব জানান, বনে প্রাণীদের খাবারের সংকট দেখা দেওয়াতে প্রাণীরা খাবারের সন্ধানে বিভিন্ন সময় লোকালয়ে ছুটে আসছে। বন থেকে লোকালয়ে চলে আসা বিভিন্ন প্রাণী সচেতন মানুষের চোখে পড়লে উদ্ধার হয়। অনেক সময় সড়ক পারাপারের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এবং অসচেতন মানুষের হাতে মৃত্যুবরণ করছে। এতে বনের অনেক বিরল প্রজাতির প্রাণী ক্রমশ বিলুপ্ত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়