প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২৩:৩৫
শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথগ্রহণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সারাদেশের সাথে একযোগে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইসমাইল হোসেন, উপজেলা সেক্রেটারী আশরাফুল ইসলাম কামরুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই ডন, সাংবাদিক মিজানুর রহমান আলম প্রমুখসহ জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জুলাই শহীদদের রুহের মাগফোরাত কামনায় মোনাজাত করা হয়। পরে হল রুমে উন্মুক্ত আলোচনা করা হয়।