শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২০:০৮

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের প্রতিবাদে চাঁদপুর জেলা জমিয়তের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার।।
জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের প্রতিবাদে চাঁদপুর জেলা জমিয়তের বিক্ষোভ সমাবেশ
চাঁদপুরে জমিয়তের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন জেলা জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম কাসেমী।

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা‌।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম কাসেমী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, হযরত রাসূলে আকরাম (সা.)-এর সীরাত হতে ইসলামে মানবাধিকার প্রতিষ্ঠার দৃষ্টান্ত রয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস। গাজায় গণহত্যা বন্ধে এই অফিসের কার্যকর কোনো ভূমিকা নেই। অতএব ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তি বাতিল করতে হবে৷

জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা বলেন, এই কমিশন বাংলাদেশে সমকামীতা ও পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্যে এসেছে। তিনি বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

মাওলানা আহমদ আশরাফ ও নাজমুল হাসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ কাসেমী, জেলা যুব জমিয়তের সদস্য মাওলানা মাযহারুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা আহমদ আশরাফ, মাওলানা মাহমুদ হাসান সিরাজী, সদর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়া বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়