প্রকাশ : ২৭ মে ২০২৫, ২১:০৭
ফরিদগঞ্জে খাল খননের নামে হরিলুট থামানোর আহ্বান সিআইপি কৃষক সংগ্রাম কমিটির

ফরিদগঞ্জে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নামে এবং সংশ্লিষ্ট অফিসসমূহের সহযোগিতায় খাল খনন ও ড্রেন সংস্কারের নামে সরকারের বরাদ্দকৃত টাকার হরিলুট থামানোর আহ্বান জানিয়েছে সিআইপি কৃষক সংগ্রাম কমিটি।
|আরো খবর
দৈনিক চাঁদপুর কণ্ঠে মঙ্গলবার (২৭ মে ২০২৫) ‘ফরিদগঞ্জে ৬৩ লাখ টাকার খাল খনন ৬ লাখে শেষ’ শীর্ষক সংবাদ প্রকাশের পর তারা এই বিষয়ে তাদের কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, যুগ্ম আহ্বায়ক তোবারক উল্লাহ, মমতাজউদ্দিন সরকার, শেখ আলী আহমদ, আবদুল ওয়াদুদ ও মোজাম্মেল পাটোয়ারী বলেন, ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে খাল খনন ও ড্রেন সংস্কারের নামে সাগর- ডাকাতি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে অবিলম্বে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দুর্নীতিবাজ কর্মকর্তা, কথিত সমিতির কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে খাল খননের নামে সাগর- ডাকাতির প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করার ঘোষণা দেন তারা।