প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১২
ভাটিয়ালপুর এ-৬ খালের পুনঃখনন শুরু

চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত ফরিদগঞ্জ উপজেলার ভরাট হয়ে যাওয়া সেচখালগুলো পুনঃখনন শুরু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা সংলগ্ন এ-৬ খালটির ডাকাতিয়া নদীর মুখ থেকে খনন শুরু করে পানি উন্নয়ন বোর্ড।
|আরো খবর
খাল খননের ঠিকাদার মো. রাসেল জানান, ডাকাতিয়া নদীর মুখ থেকে এ-৬ খালের ১৪শ' মিটার খাল খনন করবেন তিনি।
ভেকুর চালক তানভীর হোসেন জানান, ঠিকাদার কর্তৃপক্ষ খালের দুপাশে ২০ ফুট ও গভীরে ৩ মিটার পর্যন্ত খনন করার নির্দেশনা দিয়েছে। আমরা সেভাবে কাজ করছি।
সরজমিনে গিয়ে দেখা গেছে, ভেকু দিয়ে খাল থেকে মাটি উঠানো হচ্ছে। স্থানীয় উৎসুক লোকজন ও কৃষকরা এসে দেখছেন দীর্ঘ তিন যুগ পর খাল খনন করা হচ্ছে।
এদিকে খাল খননকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষক গিয়াস উদ্দিন, সোহেল হোসেন ও লুৎফুর রহমান শেখ জানান, কর্তৃপক্ষ যদি ভালোভাবে খালটি খনন করে, তবে প্রতি বছর আমরা আমন ও বোরো মৌসুমে যে সমস্যায় নিপতিত হই, তা অনেটাই দূরীভূত হবে।
সিআইপি কৃষক সংগ্রাম পরিষদ চাঁদপুর-লক্ষ্মীপুরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল জানান, কৃষি ও কৃষকদের স্বার্থে আমাদের আন্দোলনের ফসল খাল খনন শুরু হয়েছে। তবে এই কর্তৃপক্ষ খাল খনন শুরুর বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানায়নি। এমনকি খাল খননের বিষয়ে কোনো তথ্য গণমাধ্যম কর্মীদের না জানানোয় আমরা এদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান।
উপ-সহাকারী কৃষি কর্মকর্তা নূরে আলম ভুট্টো জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে খাল খননের তদারকি করছি।







