রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ০৯:১৭

পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেয়ে ফেরি ক্ষতিগ্রস্ত।।২০ যাত্রী আহত ।

পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেয়ে ফেরি ক্ষতিগ্রস্ত।।২০ যাত্রী আহত ।
অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেয়ে একটি বড় ফেরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০ যাত্রী আহত হয়েছে। ফেরিটি হচ্ছে রো রো ফেরি, যার নাম শাহজালাল। এটি শিমুলিয়া-বাংলাবাজার নৌরূটে চলাচল করে। গত শুক্রবার সকাল পৌনে ১০টায় পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ফেরিটি দুর্ঘটনা কবলিত হয়।

এ ঘটনায় শাহজালাল ফেরির মাস্টার আবদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এছাড়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিআইডব্লিউটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি শাহজালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ জালাল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরির অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।ওই ফেরিতে থাকা যাত্রীরা জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে মূল পদ্মায় প্রবেশ করার পর ফেরির মাস্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ফেরিটির পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

কয়েকজন যাত্রী জানান, ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের হাত, পা ও বুকে আঘাত লেগেছে। কেউ কেউ রক্তাক্ত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়