প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৩
রায়পুরে ৪৩ বছর পর জমির মালিককে দখল বুঝিয়ে দিল আদালত

লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৩৫৬ শতক জমির দখল আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
|আরো খবর
রোববার (১৩ অক্টোবর ২০২৫) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাক-ঢোল পিটিয়ে এবং লাল নিশান টাঙ্গিয়ে জমির দখল হস্তান্তর করেন আদালতের প্রতিনিধিরা। উদ্ধারকৃত জমিগুলো রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব পাটোয়ারী বাড়ি এলাকায় অবস্থিত।
স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধি দল সকালেই ঘটনাস্থলে এসে জমি পরিমাপ শেষে লাল নিশানা গেঁড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।
আদালত সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার কাজীর চর মৌজার ৩৫৬ শতক জমি নিয়ে স্থানীয় মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফ গং লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফ গংকে জমির বৈধ মালিক ঘোষণা করে।
পরে প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। এরপর আদালতের নির্দেশে প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি প্রকৃত মালিকদের দখলে দেয়।
জমি হস্তান্তরের সময় জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম ও পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
বাদী হানিফের পুত্র বাহার পাটোয়ারী বলেন, “দীর্ঘ ৪৩ বছর পর আইনের সহায়তায় আমরা আমাদের পৈত্রিক জমি ফিরে পেয়েছি। এই জমির জন্যে আমার দাদা আইয়ুব আলী ও জেঠা লনি মিয়াকে হত্যা করা হয়, এমনকি ছয়টি গরুও কেটে ফেলা হয়েছিল। আজ ন্যায় বিচার পেয়ে আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ।”
জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি।”
ডিসিকে / এমজেডএইচ