মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২১:১৬

হাইমচরে মেঘনায় মা ইলিশ নিধনকালে কারেন্ট জালসহ ৩ জেলে আটক

মো. সাজ্জাদ হোসেন রনি।।
হাইমচরে মেঘনায় মা ইলিশ নিধনকালে কারেন্ট জালসহ ৩ জেলে আটক

হাইমচরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে আটক করেছে প্রশাসন। হাইমচর উপজেলা মৎস্য অধিদপ্তর এবং নীলকমল নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলো : মো. সোহাগ মিজি (২৩), মো. জান্নাত উল্লাহ (২৫) ও আব্দুর রহমান বেপারী (২৫)। তারা সবাই হাইমচর উপজেলার নীলকমল এলাকার বাসিন্দা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান কঠোরভাবে পালিত হচ্ছে। মেঘনা নদীতে নিয়মিত টহলের অংশ হিসেবে বারোতহবিল ঘাট সংলগ্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ওই তিন ব্যক্তি মাছ শিকার করছিলো। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কংকন কুমার বিশ্বাস নিশ্চিত করেন গত রোববার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে অভিযানকালে তাদের আটক করা হয়। এ সময় জেলেদের দখল থেকে আনুমানিক ৪০০ মিটার দৈর্ঘ্যের একটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এই অবৈধ কারেন্ট জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে অভিযান চলাকালে নদীর ঢেউয়ে জেলেদের ব্যবহৃত কাঠের তৈরি ছোট নৌকাটি ডুবে যায়।

আটককৃত এই তিন জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধনী/২০১৩) অনুযায়ী হাইমচর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়