প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২০:২১
কচুয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

কচুয়ায় ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর নির্দেশনায় উপজেলার সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
জানা যায়, মালচোয়া গ্রামে দীর্ঘদিন ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। এমন অভিযোগের ভিত্তিতে এ এলাকায় অভিযান চালান এসি (ল্যান্ড) মো. আবু নাছির। এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা হয় এবং ড্রেজার মেশিনের কয়েকটি পাইপ ভেঙ্গে দেয়া হয়। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় অর্থদণ্ড করা সম্ভব হয়নি। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করে কচুয়া থানা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসি (ল্যান্ড) মো. আবু নাছির।