বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাহাড়সম অনিয়মে ইউনাইটেড হাসপাতাল সিলগালার সুপারিশ

দুদিনের মধ্যে হাসপাতাল খালি করার নির্দেশ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।
পাহাড়সম অনিয়মে ইউনাইটেড  হাসপাতাল  সিলগালার সুপারিশ

চাঁদপুর শহরের তালতলা করিম পাটওয়ারী বাড়ি এলাকায় দি ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে পাহাড়সম অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করার সুপারিশ করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল থেকে রাত আটটা পর্যন্ত চলমান অভিযানে তাৎক্ষণিকভাবে হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে দুদিনের মধ্যে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত তৎক্ষণাৎ নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং চাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করেই হাসপাতালটি খালি করা হবে এবং আইনগত বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর চাঁদপুর পৌর কবরস্থানে একটি জীবিত নবজাতক শিশুকে মৃত বলে দাফনের জন্য কবরস্থানে নিয়ে আসে হাসপাতালটির একজন ওয়ার্ড বয় ফারুক গাজী। পরে গোর খোদকরা সেই শিশুটিকে জীবিত দেখতে পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানালে তারা শিশুটিকে চাঁদপুর ফেমাস হসপিটালে ভর্তি করায়। দীর্ঘ আট ঘন্টা চিকিৎসা চলাকালীন অবস্থায় শিশুটি ওইদিন রাত সাড়ে নয়টায় মৃত্যুবরণ করে।

এ ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে নবজাতক শিশুটিকে বহনকারী ফারুক গাজীকে সনাক্ত করে গ্রেফতার করে এবং মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) একটি মামলা দায়ের করে। তারই সূত্র ধরে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযানের অংশ হিসেবে দি ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, হসপিটালটিতে বিগত ২০১৭ সাল থেকে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড এবং নবজাতক শিশু কেনাবেচার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে এ যাবতকাল স্থানীয় ও জাতীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। নানা অনিয়ম এবং সংবাদ প্রতিবেদন সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার ও প্রভাবশালী মহলের অযাচিত হস্তক্ষেপে প্রতিষ্ঠানটি সকল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের এ সকল অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রেখেছে।

গণমাধ্যমের সেসব প্রতিবেদনে জানা যায়, হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সুলতানা সেতু দীর্ঘদিন যাবত রাজনৈতিক প্রভাব খাটিয়ে নবজাতক শিশু কেনাবেচা করে আসছিলো। তার ছত্রছায়াতেই এটিতে নানা অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছে।

পুলিশের তথ্য অনুযায়ী প্রতিবেদনটি লেখা পর্যন্ত ফারুক গাজী ব্যতীত আলোচিত ও চাঞ্চল্যকর নবজাতক শিশু কাণ্ডে এখন পর্যন্ত আর কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়