প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭
চাঁদপুর সদর মডেল থানার অভিযান
একই দিনে তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দীর্ঘদিন পালিয়ে থাকা তিনজন সাজাপ্রাপ্ত আসামিকে একদিনেই গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
|আরো খবর
বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) এসআই আলিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে মতলব সড়কের মুন্সিরহাট এলাকায় অভিযান চালান। সেখানে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ফারুক হাওলাদারকে আটক করেন। ফারুক বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের আজিজুদ্দিন হাওলাদারের ছেলে।
এরপর চাঁদপুর শহরের ট্রাক রোডের মধ্য গুনরাজদি থেকে দু বছরের সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন কবির খান, যাকে সবাই বাবু নামে চিনতো, তাকেও আটক করেন।
একই দিনে শহরের ৩ নম্বর কয়লাঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীরকে গ্রেফতার করেন।
আটকের পর আটক ৩ জনকে
আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।