প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩
কুমিল্লা আদালত প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তার স্বার্থে সিএনজি অটোরিকশা ও অটোবাইক পার্কিং নিষেধ

কুমিল্লা আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বিষয়ক এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গেলো সপ্তাহে কুমিল্লা জেলা ও দায়রা জজের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. মুমিনুল ইসলাম।
ওই সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়—
১) আদালতের প্রধান ফটক (পূর্ব ও পশ্চিম) দিয়ে কেবলমাত্র কর্মরত কর্মকর্তা, আইনজীবী, প্রিজন ভ্যান, পুলিশের গাড়ি ও অসুস্থ বিচারপ্রার্থীর বহনকারী গাড়ি প্রবেশ করতে পারবে। অন্য কোনো পাবলিক গাড়ি প্রবেশ করবে না। বাস্তবায়ন করবে বিচার বিভাগ, জেলা আইনজীবী সমিতি ও পুলিশ প্রশাসন।
২) আদালতের প্রধান ফটক সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা হতে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। সরকারি ছুটির দিনেও ফটক বন্ধ থাকবে। তবে প্রয়োজনে গাড়ি প্রবেশের ব্যবস্থা রাখা হবে।
৩) আদালতের মূল ফটকে চৌকস ও দায়িত্বশীল পুলিশ সদস্য নিয়োজিত থাকবে এবং রোটেশন পদ্ধতিতে দায়িত্ব বন্টন করা হবে। টিম পরিবর্তন কমপক্ষে ১৫ দিন অন্তর হবে।
৪) আদালত প্রাঙ্গণে যত্রতত্র প্রাইভেট কার, মাইক্রো, মোটরসাইকেল, সিএনজি, অটোবাইক, রিকশা পার্কিং করা যাবে না। আইনজীবীরা তাদের যানবাহন নব উত্তোলিত বার ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে রাখবেন।
৫) যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও মাইক স্থাপন করা হবে। কোর্ট ইন্সপেক্টরকে এই কার্যক্রমে সহযোগিতা করা হবে।
৬) আদালতে কর্মরত কর্মকর্তা, আইনজীবী, প্রিজন ভ্যান, পুলিশের গাড়ি ও অসুস্থ বিচারপ্রার্থীর বহনকারী গাড়ি ব্যতীত অন্য কোন পাবলিক গাড়ি পার্কিং করবে না মর্মে ব্যানার ঝোলানো হবে।
৭) আদালতের প্রধান ফটক দিয়ে আইনজীবীদের গাড়ি প্রবেশে স্টিকার লাগানো হবে।
৮) আদালতের পশ্চিম গেইট সংলগ্ন বাউন্ডারির পাশে কোনো টং দোকান বসতে পারবে না।
৯) আদালতের প্রধান ফটক (পশ্চিম গেইট)-এর সামনে কোনো গাড়ি, অটোরিকশা, রিকশা বা সিএনজি পার্কিং করা যাবে না। যানজট সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০) আদালত প্রাঙ্গণে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। নির্ধারিত স্থানে ময়লা ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ