বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের জন্যে বরাদ্দকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোছা. শাহীনা আক্তার।

জেলা সমাজসেবা কার্যালয়ের ডি ডি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডি পরিবার পরিকল্পনা, জেলা সমবায় অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন।

মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার সমাজসেবা অফিসার ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় জেলার নিবন্ধিত ৫৪টি সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের বরাদ্দকৃত ১৫ লক্ষ ৪৮ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়