বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১

ফরিদগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আহমেদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আলাউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক সভাপতি এবং একই পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, চাঁদপুর সদর এলাকা থেকে গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়