প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৫
যৌথবাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক

যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর সদর উপজেলায় তালিকাভুক্ত তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ হতে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৬টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. টুটুল (৩২), মো. সেলিম মৃধা (৪০) এবং মো. রতন মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৯৬ পিচ ইয়াবা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।