প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫১
মতলব উত্তরে বিট পুলিশিং সভা

মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ফরাজীকান্দি ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সরকারকান্দি বাদামতলী মোড়ে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল।
|আরো খবর
থানার এএসআই মো. মনির হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, চাঁদপুর জেলা যুবদলের সদস্য মমিন প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি দেওয়ান আ. বাতেন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নূর ইসলাম প্রধান, উপজেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল ইসলাম প্রধান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আ. জলিলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওসি রবিউল হক বলেন, আমরা আপনাদের পুলিশ হতে চাই। আমরা জনগণের পুলিশ হতে চাই। আমরা অপরাধ দমন করবো, আপনাদের সেবা দিবো। আপনারা শুধু আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। তিনি আরো বলেন, গ্রামে বিশেষ করে সিঁদেল চুরি, গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। এসব বিষয়ে থানা পুলিশকে তথ্য দেবেন। মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, চুরি, ডাকাতি বন্ধে আমরা বদ্ধপরিকর।