শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৬:০০

ফরিদগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ফরিদগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার

ফরিদগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলার বৈচাতলী এলাকা হতে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক সাজাপ্রাপ্ত আসামী কামরুল হাসান (৪০) (পিতা-হাজী আ. মান্নান, মাতা-সাহেরা বেগম, সাং-বৈচাতলী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর)কে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, কামরুল একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতঃপূর্বে ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। এছাড়া তার বিরুদ্ধে ২টি জিআর সাজা গ্রেফতারি পরোয়ানা রয়েছে—যার একটি ২ বছরের এবং অপরটি ১ বছর ৪ মাসের সাজা সংক্রান্ত। একই সাথে তার বিরুদ্ধে আরো ৩টি জিআর গ্রেফতারি পরোয়ানা মুলতবি অবস্থায় আছে।

সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়