শনিবার, ১৯ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৬:৪৫

সেনাবাহিনীর হস্তক্ষেপে পুনরায় চলাচল স্বাভাবিক

শরীয়তপুরে ঘাট ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে প্রায় ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ।।
শরীয়তপুরে ঘাট ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে প্রায় ১০ ঘন্টা  ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুরের ভেদেরগঞ্জে নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে স্থানীয় বিএনপির দু গ্রুপের দ্বন্দ্বে ফেরি চলাচল প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকলেও সেনাবাহিনীর হস্তক্ষেপে পুনরায় চালু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল থেকে ওই ঘাটে ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় প্রায় দু শতাধিক যানবাহন আটকা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংহপুর ফেরিঘাটের ঘাট ব্যবস্থাপক ইকবাল হোসেন। তবে বিকেল ৪টা থেকে সেনাবাহিনীর হস্তক্ষেপে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ বাছির আলি খান জানান, বিষয়টি মীমাংসার জন্যে দু পক্ষকে নিয়ে ইউএনও অফিসে আলোচনা হয়। চাঁদপুর-শরীয়তপুর ফেরির চাঁদপুরের হরিনা ফেরিঘাট ব্যবস্থাপক ফয়সাল চৌধুরী জানান, গাড়ি হলে আমাদের এই পার থেকে ফেরি ছেড়ে যায়। ওপার গিয়ে আটকা পড়ছিলো। ফেরিঘাটে কোনো সমস্যা না হলেও জানতে পেরেছি, এক পক্ষ বালারহাটে রাস্তা বন্ধ করে ফেরিঘাটের গাড়ি আসা-যাওয়া করতে দিচ্ছিলো না। এতে অনেক গাড়ি রাস্তায় আটকে যায় ।

স্থানীয় ও ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার বিরোধ চলে আসছে। এই দু নেতা শরিয়তপুর জেলা বিএনপির শীর্ষ নেতাদের গ্রুপ পলিটিক্সের সাথে জড়িত।

শুক্রবার সকালে একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। ফলে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক, বাস ও ব্যক্তিগতসহ অসংখ্য গাড়ি আটকা পড়ে।

মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, ‘সরকার এক বছরের জন্যে আমাকে ঘাট ইজারা দিয়েছে। কিন্তু সাবেক ইজারাদার মোমিন দিদার ইজারার জন্যে আপিল করেছেন। তিনি নাকি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন। তবে আদালত থেকে আমি কোনো কাগজ হাতে পাইনি।’

তিনি বলেন, ‘যেহেতু এক বছর পূর্ণ হয়নি, সেহেতু আমিইতো ইজারাদার। আর যদি রায় পেয়েও থাকে তাহলে বিআইডিব্লিউটিসি এ বিষয়ে ব্যবস্থা নেবে, মোমিন দিদারতো নিতে পারে না। তিনি এখন গাড়ি বন্ধ করে তার লোকজন নিয়ে টাকা উঠাচ্ছে। এই বিষয় নিয়েই ঝামেলা চলছে।

অপরদিকে মোমিন দিদার বলেন, ‘বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে আমি ইজারাদার হিসেবে রায় পেয়েছি। পরে আমার লোকজন ফেরিঘাটে কাজ করছে। কিন্তু জিসান বালা বিভিন্নভাবে বাধা প্রদান করছেন। এই রুটের গাড়িগুলো উল্টো পথে ফিরিয়ে দিচ্ছেন।’

একটি কোম্পানির খাদ্যপণ্যের কভার্ড ভ্যান চালক খোরশেদ আলম বলেন, ‘আমরা ফেরি পারাপারের জন্যে অপেক্ষায় আছি। দু কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। আমরা ভোগান্তিতে আছি। এর সমাধান চাই।’

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ইজারা ওঠানোকে কেন্দ্র করে থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি।’ অবশেষে প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর হস্তক্ষেপে বিকেল ৪টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যায় বলে জানা গেছে।

এখানে উল্লেখ্য, চাঁদপুর- শরীয়তপুর ফেরিঘাট আগে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিলো। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের পটপরিবর্তনে এখন সেই ফেরিঘাট দুটি বিএনপির নিয়ন্ত্রণে চলে গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়