প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৬:৫৯
দোষীদের বিচারের দাবিতে কচুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের মানববন্ধন

কচুয়া উপজেলার সাচার তালুকদার বাড়ির দৌলত মিয়া ৮ জুলাই ২০২৫ সন্ধ্যায় সাচার-গৌরিপুর সড়কের উত্তর বাজার ব্রীজের ২শ' ফুট দূরে দুর্ঘটনায় পতিত হন। ওইদিন রাতে দৌলত মিয়া মারা যান। এ ঘটনায় শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকালে সাচার দক্ষিণ বাজারে সড়কের পাশে অটোচালক শুয়ারুল গ্রামের কামরুল ও ডায়গনস্টিক সেন্টারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারের লোকজন।
|আরো খবর
দৌলত মিয়া (৬০)-এর ছেলে কবির হোসেন জানান, আমার বাবা শুয়ারুল থেকে সাচার আসার সময় অটোচালক দ্রুতগতিতে অটো চালিয়ে যাবার সময় অটো গাড়ির ধাক্কায় আমার বাবা সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমার বাবাকে পার্শ্ববর্তী আল শিফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমাদের অভিযোগ, ডায়গনস্টিক সেন্টার সঠিকভাবে চিকিৎসা সেবা দিলে এ দুর্ঘটনা ঘটতো না। আমরা অটোচালক কামরুল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাই। আমি এ ব্যাপারে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের বলেন, স্থানীয়রা গুরুতর আহত দৌলত মিয়াকে আমাদের এখানে নিয়ে আসলে আমাদের জরুরি সেবার ব্যবস্থা না থাকার পরও স্থানীয়দের অনুরোধে আমাদের সাধ্য অনুযায়ী প্রাথমিক সেবা দিয়ে পরিবারের লোকজনকে সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে পরামর্শ দিলে রোগীর লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।