প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২০:২৭
পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভায় তমাল কুমার ঘোষের অংশগ্রহণ

সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ সংগঠন 'বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ'-এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৮ জুলাই ২০২৫) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্রী বাসুদেব ধর। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা। সভায় ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া বিভাগীয় মহানগর কমিটিসহ দেশের ৬৪টি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
চাঁদপুর জেলা থেকে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
সারাদেশে রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। আসন্ন জন্মাষ্টমী উৎসব এবং দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সুষ্ঠুভাবে উৎসব উদযাপনে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।