প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৫:৩১
মতলব উত্তরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তর থানা পুলিশ ইয়াবা সহ দু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশ মিডিয়া চাঁদপুর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান-৩ সংগীয় অফিসার ও ফোর্সসহ সহ বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (১৬ জুলাই ২০২৫) রাত ১০টা ৫০ মিনিটে মতলব উত্তর উপজেলার ৩নং সাদুল্যাপুর ইউনিয়নস্থ মোল্লাকান্দি বেড়িবাঁধের সড়ক থেকে মো. ইমন (২০) (পিতা-মিজান বেপারী, মাতা-সুজাতা বেগম , ঠিকানা-স্থায়ী : গ্রাম- মোল্লাকান্দি, উত্তর পাড়া, বেপারী বাড়ি, উপজেলা মতলব উত্তর, জেলা-চাঁদপুর) এবং মো. মায়া হোসেন (৩৪) (পিতা-মো. নাছির উদ্দিন সরকার, মাতা-মাহমুদা বেগম , ঠিকানা-স্থায়ী : বড় ষাটনাল, সরকার বাড়ি, ১নং ওয়ার্ড, ষাটনল ইউনিয়ন , উপজেলা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর) নামক দু মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ১০৮ পিচ ইয়াবা ট্যাবলেট (মূল্য অনুমান ৩২ হাজর ৪০০ টাকা) উদ্ধারপূর্বক তাদেরকে গ্রেফতার করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে
|আরো খবর
থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াশেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।