প্রকাশ : ২৭ মে ২০২৫, ২১:৩৬
রেলওয়ে হাসপাতাল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার
হত্যা না আত্মহত্যা?

চাঁদপুর শহরের রেলওয়ের একটি পরিত্যক্ত হাসপাতাল থেকে রিয়াদ নামে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
|আরো খবর
মঙ্গলবার (২৭ মে ২০২৫) বিকেলে রেলওয়ে জামতলা যাবার রাস্তার পাশে পরিত্যক্ত জরাজীর্ণ ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হওয়া সাবেক রেলওয়ে হাসপাতালের ভবন থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই যুবকের লাশটি উদ্ধার করে।
রেল হাসপাতালের পরিত্যক্ত একটি কক্ষে ফ্যান টাঙ্গানোর হুকের সাথে রশি লাগানো অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দিলে ওসি (তদন্ত) মিন্টু দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
অটোচালক রিয়াদ হোসেন কুলিবাগান এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
তবে স্থানীয় এলাকাবাসীর ধারণা, পরিত্যক্ত রেলওয়ের একতলা এই বিল্ডিংটিতে মাদক সেবনকারী ও কিশোর গ্যাংয়ের আড্ডা ছিলো। হয়তো অটোচালক রিয়াদের মৃত্যুর পর তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।এদিকে রিয়াদের বোন জানান, দীর্ঘদিন রিয়াদ মাদক সেবন করে সংসারে ঝগড়া বিবাদ করতো। এই কারণে তার স্ত্রী আকলিমা বাড়ি থেকে তার পিতার বাড়িতে চলে যায়। স্ত্রীর শোকে সে রেলওয়ের হাসপাতালে গিয়ে আত্মহত্যা করতে পারে।
এদিকে পুলিশ অটোচালক রিয়াদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, রেলওয়ে হাসপাতালের পরিত্যক্ত একটি পক্ষ থেকে অটোচালকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনাটি কী ঘটেছে তা সুষ্ঠু তদন্ত করে দেখছে পুলিশ।