প্রকাশ : ২২ মে ২০২৫, ১৮:২৫
বিএসটিআই'র মোবাইল কোর্ট
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দু বেকারীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

অস্বাস্থ্যকর ও নোংরা বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেছে বিএসটিআই, কুমিল্লা।
বৃহস্পতিবার (২২ মে ২০২৫) জেলা প্রশাসন , চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা- এর যৌথ উদ্যোগে বেলা বারোটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চাঁদপুর শহরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এ সময় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, ব্রেড ও কেক পণ্য উৎপাদন এবং মানসম্মত গ্রহণ ব্যতীত বিস্কুট পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক (মান চিহ্ন) ব্যবহারের অপরাধে মেসার্স মধু ফুড এন্ড অভিজাত কনফেকশনারী (স্বর্ণখোলা রোড, সদর , চাঁদপুর)কে বিএসটিআই আইন-২০১৮-এ পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই অভিযানে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স মির্জা সুইট এন্ড বেকারী (স্টেডিয়াম রোড, চাঁদপুর)কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার মো. নাজমুস শাহাদাত ফাহিম ও মো. মাসুদ রানা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) এবং মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।